শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ভারতের আদালতে ইমরান খানের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ভারতের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। আগামী ২১ অক্টোবর ওই মামলার শুনানি হবে।

শনিবার বিহারের মুজাফফপুর জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এ মামলা দায়ের করেন স্থানীয় একজন আইনজীবী সুধীর কুমরা ওঝা।

মামলার আর্জিতে সুধীর বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে আপত্তিকর মন্তব্য করেছেন ইমরান খান। এছাড়া ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধ শুরু করারও হুমকি দিয়েছেন তিনি।

তার করা অভিযোগের ভিত্তিতে আদালত যাতে একটি এফআইআর দায়ের করার নির্দেশ দেন সেই অনুরোধ জানান সুধীর। সুধীর তার আবেদনে আরও বলেন, ভারতের ৩৭০ ধারা বাতিল নিয়ে ইমরানের মন্তব্য একটি অংশকে উস্কানি দেবে এবং দেশের ভারসাম্য নষ্ট করবে।

উল্লেখ্য, গত শুক্রবার জাতিসংঘে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কার্যত ভারত-পাক যুদ্ধের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমি কোনও হুমকি দিচ্ছি না। কিন্তু আন্তর্জাতিক গোষ্ঠীকেও ভাবতে হবে, তারা ১৩০ কোটি মানুষের ভারতীয় বাজারকে তোষণ করবে, নাকি নিরাপরাধ নির্যাতিত মানুষের ন্যায়ের জন্য লড়বে। তা না হলে ভালো আশা আপনারা করতেই পারেন, কিন্তু খারাপের জন্যও তৈরি থাকুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ