শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ভিসির অপসারণের দাবিতে গোপালগঞ্জে আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা ১২ দিনে পৌঁছাল গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশন পালন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় প্রেস বিফ্রিং, দুপুর ১২টা থেকে দুই পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার- পরিচ্ছন্নতার কাজ এবং বিকেল চারটায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সেইসঙ্গে ভিসির অপসারণের একদফা দাবিতেও অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন তারা।

এদিকে, গেল রোববার রাত নয়টার দিকে ভিসি তার বিশ্ববিদ্যালয়ের বাংলো ছেড়ে পুলিশ পাহারায় ঢাকায় চলে গেছেন।

তিনি ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে ভিসি ড, খন্দোকার নাসিরউদ্দিনের অপসারণ না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ