মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


পদ্মায় তীব্র স্রোত, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে অচলাবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মায় তীব্র স্রোত ও ভয়াবহ নদী ভাঙনের কারণে যানবাহন পারাপারে অচলাবস্থার সৃষ্টি হয়েছে দেশের ব্যস্ততম নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়ায়। বন্ধ হয়ে গেছে দুটি ফেরিঘাট। বাকি চারটি ঘাটে ফেরি ভিড়তে বেগ পেতে হলেও কোনো রকমে সেখান দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

শুক্রবার দুপুর ১টা থেকে ঝুঁকি এড়াতে দ্বিতীয় দফায় বন্ধ করে দেয়া হয়েছে লঞ্চ চলাচল। শুক্রবার দুপুরে দৌলতদিয়া ঘাট পরিদর্শন শেষে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত দেন।

লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় লঞ্চ পারাপার যাত্রীদের ফেরিতে নদী পারাপার হতে বলা হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক বলেন, তীব্র স্রোতে দৌলতদিয়ায় লঞ্চ চলাচল ঝুকিপূর্ণ হওয়ায় লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্রোত কমলে ও পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করানো হবে।

বৃহস্পতিবার দৌলতদিয়ার ১নং ফেরিঘাট ও ২নং ফেরিঘাটে মাঝে থাকা সিদ্দিক ব্যপারীর পাড়া গ্রামের বিশাল অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে করে অন্তত ২০০ পরিবার তাদের বসতভিটা হারানোসহ বন্ধ হয়ে গেছে ওই দুইটি ফেরি ঘাট।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের তথ্য মতে, নদীর দৌলতদিয়া প্রান্তে থাকা ৬টি ঘাটের মধ্যে ভাঙ্গনের কবলে পড়ে ১নং ও ২নং ফেরি ঘাট সম্পন্ন বন্ধ হয়ে গেছে। ৪নং ফেরি ঘাটটি সচল থাকলেও তীব্র স্রোতের কারণে সেখানে ফেরি ভিড়তে পারছে না। বাকি ৩নং, ৫নং ও ৬নং ঘাট সচল রয়েছে। তবে এ সব ঘাটেও ফেরি ভিড়তে অনেক বেগ পেতে হচ্ছে এবং অনেক সময় লাগছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ