শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

সিলেটে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলায় আল্লাহ ও মহানবী স. কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আন্দোলনরত মুসল্লিদের ওপর চালানো নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর ও জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল করে।

মঙ্গলবার (২২ অক্টোবর) আসরের পর সিলেটের কালেক্টরেট জামে মসজিদ গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

জেলা সভাপতি ফয়জুল হাসান চেীধূরী এর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত এর পরিচালনায় মিছিল পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য প্ররফসর ডা. মোয়াজ্জেম হোসনে খান, সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ, নগর সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ আবু তাহের মিসবাহ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ কোথাও নিরাপদ নয়। ভোলার ঘটনা কেন ঘটলো? ছাত্র ও যুবলীগ মানুষ হত্যা করে, পুলিশও মানুষ হত্যা করে, মানুষের নিরাপত্তা কে দেবে? ভোলার হত্যাকান্ডের দায় সরকারকে নিতে হবে। সরকারের জনগণের প্রতি কোন মায়া নেই বলেই মানুষ হত্যা করছে।

বক্তারা বলেন, বারবার কারা উস্কানী দিচ্ছে, এদেরকে কেন ধরা হচ্ছে না বরং উল্টো আল্লাহপ্রেমিক মানুষকে হত্যা করা হচ্ছে। আল্লাহ ও রাসূল সা.কে নিয়ে কটুক্তিকারীদের কঠোর শাস্তির বিধান পাশ করতে তারা জোর দাবি জানান বক্তারা।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সহ-সভাপতি ইসমাইল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুহিবুর রহমান রনি অর্থ সম্পাদক মাসরুর দাইয়ান, জেলা প্রশিক্ষণ সম্পাদক রায়হান বিন আজমল, অর্থ সম্পাদক আলিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আমীর উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ