শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

৫ সন্তান থেকেও গোয়ালঘরে থাকছেন বাবা-মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঁচ সন্তানের বাবা-মা তারা। তারা হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কাউখালী গ্রামের বাসিন্দা অসহায় শুকুর দেওয়ান (৭০) ও সহুরা বেগম (৬৫)।

এক সময় তাদের বাড়িঘর, জমিজমা, হাস-মুরগি, গরু-ছাগলের খামার এ সবই ছিল। কিন্তু ছেলেমেয়েরা দেখভাল না করায় আজ তাদের ঠাঁই হয়েছে পাশের বাড়ির গোয়ালঘরে।

শুকুর দেওয়ান ছিলেন গ্রামের স্বচ্ছল কৃষক। তার নিজের বাড়ি, চাষবাসের উপযোগী জমি, প্রচুর হাস-মুরগি আর গরু-ছাগলের খামার ছিল। বিয়ের পর তাদের সংসারে একে একে চার মেয়ে ও এক ছেলের জন্ম হয়।

বড় হওয়ার পর চার মেয়ে মর্জিনা, রোকেয়া, খোদেজা ও সালমাকে ভালো ঘর দেখে বিয়ে দেন। একমাত্র ছেলে হোসেন দেওয়ানকেও (৩০) বিয়ে করান। একমাত্র ছেলে ও পুত্রবধূকে নিয়ে ভালোই চলছিল শুকুর দেওয়ানের চারজনের সংসার।

কিছুদিন আগে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হন শুকুর দেওয়ান। তখন চিকিৎসার কথা বলে তাকে পাশের গলাচিপা উপজেলায় নিয়ে যান একমাত্র ছেলে হোসেন দেওয়ান। সেখানে গিয়ে চিকিৎসার বদলে বাবার সব সম্পাতি নিজের নামে দলিল করে নেন তার ছেলে।

পরে জালিয়াতি করে নিজের নামে লিখে নেয়া বাবার সমস্ত সম্পত্তি চাচা তাজু দেওয়ানের কাছে বিক্রি করে দেন। এরপর গ্রাম ছেড়ে পালিয়ে যান ছেলে হোসেন দেওয়ান। কিছুদিন পর জমির দখল নেন শুকুর দেওয়ানের ভাই তাজু দেওয়ান। সে সময় তিনি বাড়ি থেকে তাড়িয়ে দেন শুকুর দেওয়ান ও তার স্ত্রীকে।

তখন ছেলের নামে সব জমি লিখে দেয়ায় বাবা-মাকে আশ্রয় দেননি চার মেয়ের এক মেয়েও। তখন বাধ্য হয়ে পাশের বাড়ির একটি গোয়ালঘরে আশ্রয় নেন অসহায় এই বৃদ্ধ দম্পতি।

এরপর থেকে গোয়ালঘরেই দিন কাটছে দেওয়ান দম্পতির। প্রতিবেশীদের দেয়া খাবার খেয়েই কোনোমতে দিন কাটছে এই বৃদ্ধ দম্পতির।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ