শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

ভোলার ঘটনায় ডিসির কাছে তদন্ত কমিটির প্রতিবেদন জমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলায় পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মামুদুর রহমানকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেয় ওই কমিটি।

তদন্ত কমিটির প্রধান মামুদুর রহমান জানান, গতকাল রাতে ঘটনার বিস্তারিত বর্ণনাসহ ১৫ পৃষ্ঠার একটি প্রতিবেদন জেলা প্রশাসকের হাতে তুলে দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দীকি জানান, প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

গত ১৮ অক্টোবর বিকেলে বিপ্লব চন্দ্র শুভর নিজের নাম ও ছবি সম্বলিত ফেইসবুক আইডি থেকে আল্লাহ এবং মুহাম্মদ সা. কে নিয়ে কুরুচিপূর্ণ গালাগাল করে তার কয়েকজন ফেইসবুক বন্ধুর কাছে মেসেজ করা হয়। একপর্যায়ে কয়েটি আইডি থেকে মেসেজগুলোর স্ক্রিনশট নিয়ে ফেইসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সবার নজরে আসে। ফেইসবুক ব্যবহারকারীরা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।

পরে শুক্রবার রাতে বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় আইডি হ্যাক হয়েছে মর্মে সাধারণ ডায়েরি (জিডি) করতে আসলে থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে রাখেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি ) এনামুল হক জানান, শুক্রবার রাতে বিপ্লব চন্দ্র আমাদের কাছে আসলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে রাখি। বিপ্লবের তথ্য মতে তার আইডি হ্যাক করা হয়েছে। শাকিল শরীফ (২০) নামের এক যুবক তার কাছ থেকে টাকা দাবি করে। টাকা না দেয়ায় ওই ব্যক্তি এসব মেসেজ করেছে।

ওসি আরও জানান, আমরা শাকিল শরীফকে শনিবার আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। শাকিল শরীফ স্থানীয় নুরু আলম মোল্লার ছেলে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ