মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি
চন্দনাইশের আলেম ওলামা সমর্থিত ও পরিচালিত অরাজনৈতিক ধর্মীয় সেবামুলক সংগঠন ‘চন্দনাইশ কুরআন প্রচার সংস্থার ব্যবস্থাপনায় ৮ম ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার ঐতিহাসিক গাছবাড়ীয়া সরকারী কলেজ ময়দানে সংস্থার সভাপতি মাওলানা সাঈদুল হকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাওলানা হুমায়ুন কবির চৌধুরীর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে বক্তারা বলেন, মিলাদুন্নবী ও সীরাতুন্নবী সা. উভয়ই রাসুল্লাহর আদর্শ মতে পালন করলা পরকালে মুহাম্মদ সা. এর সুপারিশ আমরা পেতে পারি।
সহিহ তরিকার বিরুদ্ধাচার করে জনমনে বিভ্রান্ত সৃষ্টিকারীরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। নববী আদর্শের অনুকরণ অনুসরণ আমাদের বাস্তব জীবনে ফুটিয়ে তুলতে ধর্মীয় জ্ঞান চর্চায় মগ্ন হতে হবে।
যুব-কিশোর সমাজকে মদ, জুয়া ও ক্যাসিনো সহ সকল প্রকার মাদকচক্রের উপকরণ থেকে বেঁচে নিজেকে হিফাজত করা এবং মদ জুয়া সহ মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর আইন প্রনয়ণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান বক্তারা।
সম্মেলন বয়ান করেন- জামেয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি আব্দুল হালিম বোখারী, জামেয়া জিরির মুহতামিম ও মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহ. এর খলিফা মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব, জামেয়া টেকনাফ কক্সবাজার এর মুহতামিম মুফতি কিফায়াতুল্লাহ শফিক, জামেয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা ওবাইদুল্লাহ হামযাহ, মাওলানা হাফিজুর রহমান সিদ্দীকি কুয়াকাটা।
শাহমীরপুর মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা কারী নুরুল্লাহ, বোয়ালখালী জামেয়া ওয়াহেদিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুল হাকিম, দোহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ, চৌধুরী পাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আবুল হাশেম, মুফতী হাসান মুরাদাবাদী ও মাওলানা ওবাইদুল্লাহ।
এছাড়া সম্মেলনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বশরতনগর মাদরাসার মুহতামিম মাওলানা এমদাম, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুর রহমান খোকা ও চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মাহবুবুল আলম প্রমুখ।
-এএ