শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


মাগুরায় ইয়াবা বিক্রির দায়ে পুলিশসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরায় ইয়াবা বিক্রির অভিযোগে আবুল বাসার (২৮) নামে এক পুলিশ কনস্টেবল ও রাজিব (২২) নামে ২ জনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার গভীর রাতে তাদের শহরের পাইকারি কাঁচা বাজার এলাকা থেকে ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল আবুল বাসার মাগুরা সদর উপজেলার হাজীপুর পুলিশ ফাঁড়ির সদস্য এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বড়রিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। আর রাজিবেরর বাড়ি মাগুরার হাজীপুর গ্রামে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাগুরার পরিদর্শক আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ