শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


নিজ বাসায় রেলওয়ের কর্মচারী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের ভৈরবে দুর্বত্তদের ছুরিকাঘাতে মাহবুব আলম (৪০) নামে রেলওয়ের এক কর্মচারী খুন হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রী রোকসানা বেগম (৩৪)।

বুধবার গভীর রাতে ভৈরব শহরের চন্ডিবের এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুব একই এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতেন। এ ঘটনায় গুরুতর আহত রোকসানাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ভৈরব থানার ওসি তদন্ত বাহালুর খান বাহার জানান, রাত ১১টার দিকে বাসায় ফিরে খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রী ও তিন সন্তানসহ ঘুমিয়ে পড়েন মাহবুব।

বৃহস্পতিবার ভোরে তার রোকসানার কান্নার শুনে সন্তানরা ঘুম থেকে ওঠে ঘটনা দেখে চিৎকার করলে প্রতিবেশীরা আসেন। সন্তানরা পাশের রুমে থাকলেও তারা ঘটনা টের পায়নি।

পরে গুরুতর আহত স্ত্রী রোকসানা বেগমকে বৃহস্পতিবার ভোরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে রাতে কে বা কারা তাকে খুন করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ