আওয়ার ইসলাম: নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে মুহা. নিরব (৮) নামে এক মাদরাসার ছাত্র নিখোঁজ হয়েছে।
গত মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বালুঘাটে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিরব বরিশালের পাথরঘাটা উপজেলার কালিবাড়ি গ্রামের সুমন আলীর ছেলে। সে লক্ষ্মীপুর নূরানী কিন্ডার গার্ডেন মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র। ওই গ্রামে তার নানা ফরমান আলীর বাড়িতে থেকে পড়াশোনা করতো নিরব।
লালপুর উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা মুহা. রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ নিরবকে উদ্ধারের চেষ্টা চলছে। খবর পেয়ে রাজশাহী থেকেও ডুবুরি দল রওনা হয়েছে।
-এএ