শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


আলেমদেরে 'এক দফা এক দাবিতে' মাহি বি চৌধুরীর একাত্মতা পোষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর ছেলে, বর্তমান সাংসদ মাহিবি চৌধুরী বলেছেন, নবী যদি না থাকতো তাহলে আমরা কখনোই আল্লাহকে চিনতে পারতাম না। আল্লাহর সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

"তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী এবং সর্বশেষ নবী। আল্লাহ বলেছেন, আমি পৃথিবীর বুকে আর কোন নবী পাঠাব না। আমার পক্ষ থেকে প্রেরিত আপনিই শেষ নবী। সুতরাং খতমে নবুওয়াতকে যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে সে মুসলমান থাকতে পারে না।”

গতকাল (২৯ নভেম্বর, শুক্রবার) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান আওতাধীন কুচিয়ামোড়া কলেজ মাঠে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মহা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আলেমদের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার ‘এক দফা এক দাবি’র সঙ্গে একাত্মতা পোষণ করের তিনি এসব বলেন।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে তিনি আরো বলেন, আমার বাবা সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আমাকে সারা জীবন শিক্ষা দিয়েছেন- আল্লাহর উপর ঈমান আনতে হবে, পবিত্র কুরআনের উপর ঈমান আনতে হবে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ঈমান আনতে হবে। এর ব্যতিক্রম হলে সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না।

তবে এই বিষয়ে আইনি জটিলতা রয়েছে বলেও মনে করেন তিনি। "আইনের বিষয়টি দেখতে হবে যে, আসলে অমুসলিম ঘোষণা করার আইনগত অধিকার কার রয়েছে? আপনারা বিজ্ঞজন আলেম সমাজ আপনাদের থাকতে পারে। সে বিষয়ে আমি কথা বলব না।" যোগ করেন তিনি।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর এর সভাপতিত্বে ও মাওলানা আবুল কাশেম আশরাফী, হাফেজ মাওলানা আহমাদুল্লাহ ও মাসউদুর রহমান আইয়ূবীর পরিচালনায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক প্রমুখ ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ