মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


আইএস টু‌পি কোথায় পেল, জানালেন রিগ্যান‌

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হ‌লি আ‌র্টিজান মামলার রা‌য়ের‌ দিন ২৭ ন‌ভেম্বর (বুধবার) কেউ একজন রা‌কিবুল হাসান রিগ্যান‌কে আন্তর্জাতিক সন্ত্রসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) টু‌পি দেন। কল্যাণপু‌রে জাহাজ বা‌ড়ি‌তে জ‌ঙ্গি আস্তানায় হামলা মামলার শুনা‌নিকা‌লে রিগ্যান‌ একথা ব‌লেন।

মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে রা‌কিবুল হাসান রিগ্যান‌ এ কথা বলেন।

আদাল‌তের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী গোলাম ছা‌রোয়ার খান জা‌কির গণমাধ্যমকে ব‌লেন, টু‌পি নি‌য়ে বিত‌র্কের পরিপ্রে‌ক্ষি‌তে বিচারক এ টু‌পি কোথায় পে‌য়ে‌ছিলেন রিগ্যানের কাছে তা জানতে চান। জবাবে রিগ্যান আদালতকে জানান, ওই‌দিন আদাল‌তের বাই‌রে ভি‌ড়ের ম‌ধ্যে একজন তা‌কে টু‌পি‌টি দেন। ত‌বে তা‌কে চিন‌তে পা‌রেন‌নি তিনি।

আরএম/.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ