আওয়ার ইসলাম: ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়াগামী গাংচিল পরিবহনের একটি বাসের ধাক্কায় নিতাই কর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার ভাতিজা সাগর কর (২২)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে মহাসড়কের কেয়টখীরা এলাকায় এই নিহতের ঘটনার ঘটেছে।
জানা যায়, নিহত নিতাই কর উপজেলার ছয়গাঁও গ্রামের ফলানী করের ছেলে এবং আহত সাগর কর (২২) একই গ্রামের সুধী করের ছেলে।
ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহা. শাহজাহান জানান, গাংচিল পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে আহত নিতাই করকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এছাড়া গুরুতর আহত অবস্থায় সাগর করকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। ঘাতক বাস ও নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।
-এএ