আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার উত্তরায় আধুনিক মানের নুরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগের সমন্বয়ে প্রতিষ্ঠিত জামিয়া ইমাম বুখারী মাদরাসায় ভর্তি চলছে।
আগামী ২০২০ সালে জানুয়ারি সেশনে নূরানী নাজেরা বিভাগে ভর্তি চলছে। ১লা রমজান থেকে ফতওয়া বিভাগ, কিতাব বিভাগ হিফজ বিভাগ ও নূরানী বিভাগে ভর্তি শুরু হবে।

জামিয়ার বৈশিষ্ট: নুরানী বিভাগে নুরানী পদ্ধতিতে তাজবীদসহ মশকের মাধ্যমে সম্পূর্ণ কুরআন মাজীদ শুদ্ধ করে শেখানো হয়। ক্লাসের পড়া ক্লাসেই আদায় করা হয়। জরুরি মাসআলা ও হাদিস মুখস্থকরণ সুন্দর হস্তাক্ষর অনুশীলন। মাদরাসা শিক্ষা কারিকুলামে ৪র্থ শ্রেণি সম্পন্ন করণ। পরিস্কার পরিচ্ছন্নতার প্রতি সর্বোচ্চ গুরুত্বারােপ করা হয়।
হিফজ বিভাগে আন্তর্জাতিক মানসম্পন্ন, সুদক্ষ ও দরদী শিক্ষক দ্বারা শিক্ষা দেয়া। আন্তর্জাতিক কারী ও হাফেজদের তেলাওয়াত অনুসরণ।
জামিয়া ইমাম বুখারী মাদরাসার প্রিন্সিপাল মুফতি ওয়াহিদুল আলম বলেন, আমরা তালিমের পাশাপাশি তরবিয়তের সমন্বয়ের চেষ্টা করছি। দীন দরদী ও দেশপ্রেমিক যোগ্য আলেম করে ঘরে তোলাই আমাদের লক্ষ্য।
যাতায়াত: বাড়ি # ০৫ ও ০৯, রােড # ৯/বি, সেক্টর # ০৫, উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ- ০১৫১১-৩৮৪৬৮১ , ০১৬১১-৩৮৪৬৮১।
-এটি