আওয়ার ইসলাম: পাকিস্তানের শহর আইবাতাবাদের একটি স্কুলে ইসরায়েলের পতাকা উড়ানোর কারণে জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
পাকিস্তানের গণমাধ্যম উম্মত জানায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের আইবাতাবাদ শহরের একটি স্কুলে ইসরায়েলের পতাকা উত্তোলন করা হয়েছে।
আইবাতাবাদ শহরের আধুনিক বিদ্যালয়ে অনুমোদন ছাড়া একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সে স্কুলে। এ সম্মেলনে আরো কয়েকটি দেশের পতাকা উত্তোলন করা হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ বিষয়টির জন্য ক্ষমা প্রার্থনা করে জানায়, তারা ইসরায়েলি পতাকা উত্তোলনের বিষয়ে অবগত ছিল না এবং এ পতাকাটি তারা অনুষ্ঠানে ভুলবশত উত্তোলন করে।
এলাকার কয়েকজন নাগরিক এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেন। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে বলে জানা যায়।