আওয়ার ইসলাম: ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভের ডামাডোলে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির পর্যটন খাত। গত দুই সপ্তাহে শুধু তাজমহলই দুই লাখ পর্যটক হারিয়েছে।
ইতোমধ্যেই অন্তত নয়টি দেশ ভারতে ভ্রমণ সতর্কতা জারি করেছে। দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, সিঙ্গাপুর, কানাডা, তাইওয়ান ও ইসরায়েল। রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-র এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।.
বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতজুড়ে তীব্র বিক্ষোভের ফলে এ মুহূর্তে দেশটি ভ্রমণে যেতে চাইছেন না বহু পর্যটক। ওই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহতের খবর পাওয়া গেছে। ধরপাকড়ের শিকার হয়েছে হাজার হাজার মানুষ।
উত্তর প্রদেশেই অবস্থিত বিশ্বের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ তাজমহল। এমন পরিস্থিতিতে ভারত ভ্রমণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বিপুল সংখ্যক পর্যটক।
সাত দেশের ভ্রমণ সতর্কতায় তাদের নাগরিকদের ভারতে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তারপরও যেতে হলে বিক্ষোভকবলিত অঞ্চলগুলোতে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছে, গত দুই সপ্তাহে বিশ্বের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ তাজমহল প্রায় দুই হাজার পর্যটক হারিয়েছে। এর মধ্যে স্থানীয় ও বিদেশি উভয় ধরনের পর্যটকরা রয়েছে। অনেকে সফর বাতিল করেছে। কেউবা উদ্ভূত পরিস্থিতিতে ভ্রমণ স্থগিত করেছে।
তাজমহল সংলগ্ন একটি বিশেষ পর্যটন থানায় দায়িত্ব পালন করছেন পুলিশ পরিদর্শক দিনেশ কুমার। তিনি বলেন, গত ডিসেম্বরের চেয়ে এবারের ডিসেম্বরে তাজমহলের পর্যটক কমেছে ৬০ শতাংশ।
দিনেশ কুমার বলেন, নিরাপত্তা যাচাইয়ের জন্য ভারতীয় ও বিদেশি পর্যটকরা আমাদের কন্ট্রোল রুমগুলোতে ফোন দিচ্ছে। আমরা তাদের সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা দিই। তারপরও অনেকে এখনও দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
আরএম/