আওয়ার ইসলাম: চীনের মধ্যাঞ্চলীয় শহর ইউহানে রহস্যজনক ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে আতঙ্ক বিরাজ করছে। নিউমোনিয়া জাতীয় এ ভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত ৪৪ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য বিভাগ এ সংক্রামণের কারণ খোঁজার চেষ্টা করছে। তবে এখনো এর কোনো প্রতিকার বের করতে পারেনি।
গণমাধ্যমের খবরে জানা যায়, নতুন ‘রহস্যজনক’ ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করে শুক্রবার দেশটির কর্তৃপক্ষ জানায়, আক্রান্তদের মধ্যে ১১ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তারা সংক্রামণের কারণ অনুসন্ধান করছেন।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে, নতুন এই ভাইরাসের সঙ্গে প্রাণঘাতী রোগ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের (সার্স) মিল রয়েছে। যা অনেকটা ফ্লুয়ের মতো।
২০০২ সালে চীনে উৎপত্তি হওয়ার এক বছরের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে ৭০০ জন মানুষ মারা গিয়েছিল।
এ ব্যাপারে ইউহানের পুলিশ জানায়, যাচাই-বাছই ছাড়াই কেউ যদি ইন্টারনেটে ভুল, মিথ্যা বা ভুয়া তথ্য প্রকাশ বা ফরোয়ার্ড করে তাহলে তারা বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। এমন অভিযোগে ইতোমধ্যে আটজনকে আটক করে শাস্তি দেওয়া হয়েছে।
-এটি