বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


মসজিদে নববি পরিচ্ছন্নতায় অধুনিক মেশিন সংযোজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মসজিদে নববি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্কার করতে ৩৫টি অত্যাধুনিক ক্লিন মেশিন নতুন করে যুক্ত হয়েছে। মসজিদ পরিচ্ছন্ন করতে এখন কাজ করছে প্রায় ১৫০০ পরিচ্ছন্নতা কর্মী।

আল-আরবিয়া ডটকমের বরাতে জানা যায়, মসজিদে নববি থেকে প্রতিদিন ৪৫ টন আবর্জনা সংগ্রহ করা হয়। এছাড়াও, মসজিদে জিয়ারতকারীদের জুতা রাখার জন্য ২৮০০ শেল্ফ যুক্ত করা হয়েছে। সৌদি আরবের গণমাধ্যম ডেইলি আল-মদিনার সঙ্গে কথা বলার সময় মসজিদে নববির পরিষ্কার ও পরিচ্ছন্নতা প্রশাসনের প্রধান খালিদ আল-রহেলি এসব কথা বলেন।

আল রাহেলি আরো জানান, নববি মসজিদের ভিতরে ও বাইরে ছাদ পরিষ্কারের জন্য ১৩২০ পুরুষ শ্রমিক নতুন করে নিয়োগ দেয়া হয়েছে।২০০ নারীকর্মী মসজিদের চাদর বা গালিচা ধোয়ার জন্য নিয়োগ দেয়া হয়েছে।

মসজিদের ছাদ, মেঝে ও বারান্দা প্রতিদিন তিনবার ধোয়ার জন্য কর্মীরা কাজ করে। বৃষ্টিপাত ও বজ্রপাতের মত ঘটনা ঘটলে পরিষ্কারের প্রক্রিয়াটি দৈনিক পাঁচবার করা হয়। এ পরিচ্ছন্নতায় ৩৫টি অধুনিক মেশিন ব্যবহার করা হচ্ছে।

আল-রাহেলি আরো জানান, মসজিদে নববির পাশে অবস্থিত টয়লেটে মোট ১৮ টি বিভাগ রয়েছে, যার মধ্যে ৫ টি বিভাগ নারীদের জন্য। প্রতিটি বিভাগে তিন তলা রয়েছে, এভাবে টয়লেটগুলির মোট সংখ্যা ২৫২৪টি।

প্রতিবন্ধীদের জন্য আলাদা টয়লেট রয়েছে। টয়লেটগুলো প্রতিদিন ৩ বার পানি ও স্যানিটাইজার দিয়ে ধুয়ে নেওয়া হয়। এছাড়াও, প্রতি নামাজ পরে পরিষ্কার করা হয়। মসজিদের পাশেই ২৩টি ওজুখানা রয়েছে এবং আরও সাতটি নির্মাণাধীন অজুখানা রয়েছে।

আল আরাবিয়া থেকে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ