বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


সোলায়মানির বাড়িতে জানাজা পড়াতে খামেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত ইরানি কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাশেম সোলায়মানির বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। জেনারেল সোলায়মানিসহ নিহতদের জানাজা তিনি নিজেই পড়াবেন। আগামী কাল (৫ জানুয়ারি) রোববার তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জানাজাঅনুষ্ঠিত হবে।

আজ (৪ জানুয়ারি) শনিবার বিকেলে তাদের মৃতদেহ ইরানে পৌঁছার কথা রয়েছে। এরপর মৃতদেহ মাশহাদে ইমাম রেজা (আ.)’র মাজারে নিয়ে যাওয়া হবে। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রোববার তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে মঙ্গলবার তাকে দাফন করা হবে।

বাগদাদে অবস্থিত ইরানের দূতাবাস জানিয়েছে, ইরাকি জনগণের অনুরোধে জেনারেল সোলায়মানিসহ নিহতদের মরদেহ কারবালা ও নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকি জনগণ তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী শোক পালন করবেন।

খামেনি শুক্রবার রাতে জেনারেল সোলায়মানির বাড়িতে গিয়ে তার পরিবারের উদ্দেশ্য করে বলেন, ‘সোলায়মানি এর আগে বহু বার এমন অবস্থার মুখে পড়েছেন যে তখনও তিনি শহিদ হয়ে যেতে পারতেন।

তিনি আল্লাহর পথে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো কিছুকেই পরোয়া করতেন না। জেনারেল সোলায়মানির জিহাদ ছিল অনেক বড় জিহাদ এবং আল্লাহও তাকে অনেক মর্যাদাপূর্ণ শাদাহাৎ দান করেছেন। এটি আল্লাহর রড় নেয়ামত। তিনি এই নেয়ামতের যোগ্য ছিলেন। ’

জেনারেল সোলায়মানির মেয়েকে উদ্দেশ্য করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘তোমার বাবার জন্য গোটা জাতি কাঁদছে। এটা হয়েছে ইখলাসের কারণে। জনগণ তোমার বাবার মর্যাদা উপলব্ধি করেছে। তাঁর মধ্যে ইখলাস ছিল বলেই আজ মানুষ এভাবে তার জন্য শোক পালন করছে।’

ইরানের সর্বোচ্চ নেতা ছাড়াও প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও অন্যান্য শীর্ষ নেতা শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে তার বাড়িতে গিয়ে দেখা করেন। গতকাল (৩ জানুয়ারি) শুক্রবার মার্কিন বিমান হামলায় জেনারেল সোলায়মানিসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ