বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


আজ সাঈদনগরে আসছেন দেওবন্দের শিক্ষক আল্লামা মুনীরুদ্দীন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা নিকেতন ‘জামিয়া সাঈদিয়া কারীমিয়া’ মাদরাসায় আজ ৫ জানুয়ারি বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য মাহফিলে সভাপতিত্ব করবেন, জামিয়া সাঈদিয়া কারীমিয়ার প্রতিষ্ঠাতা ও মুতায়াল্লি আলহাজ্ব মুহাম্মাদ আবু সাঈদ সাহেব।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), বিশেষ অতিথি ভারতের দারুল উলুম দেওবন্দের ফিকাহ ও ইলমে কালামের শিক্ষক আল্লামা মুনীরুদ্দীন কাসেমী নকশাবন্দী।

আরও উপস্থিত থাকবেন, বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, চট্টগুাম জিরি মাদরাসার মুহতামিম মাওলানা শাহ মুহাম্মাদ তৈয়ব, মাওলানা মকবুল হুসাইন, মুফতি মুহাম্মাদ ওয়ালী উল্লাহ।

এছাড়াও, স্থানীয় ওলামায়ে-কেরাম মাহফিলে উপস্থিত থাকবেন।

অত্র মাদরাসার মুহতামিম (প্রিন্সিপাল) হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ সকলকে মাহফিল সফল করার এবং সবান্ধব উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ