বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


দিল্লির বিধানসভা নির্বাচন ৮ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৭০ সদস্যের দিল্লি বিধানসভার মেয়াদ ২২ ফেব্রুয়ারি শেষ হতে যাচ্ছে।

আজ সোমবার এ প্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।

জানা যায়, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির রাজধানীর বিধানসভার নির্বাচন। এই নির্বাচনে এক কোটি ৪৬ লাখের বেশি ভোটার আগামী ৮ ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সোমবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তিনি সাংবাদিকদের বলেন, ৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

১১ ফেব্রুয়ারি ভোট গণনা করা হবে। ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে। ইসিআই এর মতে, মোট ১ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ১৩৬ জন নিবন্ধিত ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ১৩ হাজার ৭৫০টি ভোট কেন্দ্রে ৯০ হাজার নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।গত মাসে ঝাড়খন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি পরাজয় বরণ করার পর এটাই হতে যাচ্ছে প্রথম নির্বাচন। বিজেপি তাদের বিরোধী ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোটের কাছে পরাজিত হয়েছে। কংগ্রেস বিরোধী জোটে ছিল।

গণমাধ্যমে আভাস মিলছে, নাগরিক আইন ও এনআরসি’র মতো কর্মসূচি আসন্ন দিল্লী বিধানসভা নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল রাজ্যের বিজেপি বিরোধী নেতৃবৃন্দ এবং এনআরসি ও এনপিআর কর্মসূচির বিরোধী রাজনীতিবিদদের সাথে জোট বাঁধায় এই ধারণা বদ্ধমূল হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ