বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গিতে ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা ।এ উপলক্ষে সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতির আয়োজনে আগামী ৮-২০ জানুয়ারি পর্যন্ত আয়োজন করা হয়েছে ইসলামি বইমেলা। মেলা অনুষ্ঠিত হবে কামার পাড়া রোডে ১নং অলিম্পিয়া গেটে ৫ম তলা লাল ভবনের নিচতলা।

উল্লেখযোগ্য সব প্রকাশনা সংস্থা এ আয়োজনে অংশ নেবেন। মাকতাবাতুল আশরাফ, বইঘর, নাশাত, রুহামা পাবলিকেশন্স, শব্দতরু, সিয়ান পাবলিকেশন্স, পথিক প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশন্স, মাকতাবাতুল আসলাফ, মাকতাবাতুল হাসান, হুদহুদ প্রকাশন,দারুল আরকাম, মাকতাবাতুল ইত্তেহাদ, মাকতাবাতুল বয়ান, উদ্দিপন, সমকালীন প্রকাশন, কানন, রাহনুমা প্রকাশনী, নবপ্রকাশ, বইপল্লি, জাদিদ প্রকাশন, প্রজন্ম পাবলিকেশন্স,আর রিহাব পাবলিকেশন্স, আবরণ প্রকাশন, এবং মাকতাবাতুত তাকওয়াসহ আরও অনেক ইসলামি প্রকাশনী অংশগ্রহণ করবে।

ইজতেমায় ইসলাহি বয়ানের পাশপাশি পাঠকের চাহিদা পূরণে এ আয়োজন অত্যন্ত ফলপ্রসু হবে আশা করছে প্রকাশকরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ