বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


মাদরাসা শিক্ষক নিয়োগে রাজ্যের আইন বহাল রাখার সিদ্ধান্ত ভারতের সুপ্রিম কোর্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ মাদরাসা কমিশন আইন, ২০০৮ বহাল রেখে রাজ্যের মাদরাসায় শিক্ষক নিয়োগের পথ পরিষ্কার করে দিয়েছে। এ আইনের অধীনে গঠিত কমিশন কর্তৃক শিক্ষকদের নিয়োগের বিষয়টিও শীর্ষ আদালত বহাল রেখেছেন।

আজ সোমবার সকালে বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি ললিতের বেঞ্চ নিজেদের রায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন আইন ২০০৮ সাংবাধানিকভাবে বৈধ।

এখনও পর্যন্ত মাদরাসা পরিচালন সমিতিতে যাদের শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে, বৃহত্তর স্বার্থে তাদের নিয়োগ বহাল থাকবে বলে জানিয়েছে। পাশাপাশি আদালত এও জানিয়েছে যে, সরকার বা যে সংগঠন সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে আর্থিক সাহায্য দিচ্ছে, তারা শুধু শিক্ষকের নাম প্রস্তাবই নয়, সরাসরি শিক্ষক নিয়োগও করতে পারবে।

শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে জানিয়ে দিয়েছে, ২০০৮ সালে রাজ্য সরকার যে মাদ্রাসা সার্ভিস কমিশন আইন তৈরি করেছে, তা বৈধ। রাজ্যের বিভিন্ন মাদরাসাগুলিতে শিক্ষক নিয়োগের অধিকার কার হাতে থাকবে, মাদরাসাগুলির পরিচালক ম্যানেজমেন্ট কমিটি না কি মাদরাসা সার্ভিস কমিশন এই নিয়ে ছিল বড়সড় প্রশ্ন। এই প্রশ্নের জবাবের দিকে তাকিয়ে ছিল গোটা রাজ্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ