বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


সোলাইমানিকে হত্যা করে যুদ্ধ লাগাতে চাইছেন ট্রাম্প: মাওলানা ফজলুুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

মার্কিন সন্ত্রাসী হামলায় ইরানের কমান্ডার কাসিম সুলাইমানি হত্যার প্রতিক্রিয়ায় ভারতের জমিয়তে উলামায়ে ইসলাম (ফ) এর প্রধান মাওলানা ফজলুুর রহমান বলেন,  ট্রাম্প পারস্য উপসাগরে নতুন যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

গতকাল রোববার ইসলামাবাদ থেকে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে তিনি আরো বলেন, আমেরিকানরা মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে একটি নতুন যুদ্ধ বাধাতে চাচ্ছে। ট্রাম্প, যিনি হাজার হাজার মার্কিন সেনাকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে সর্বশেষ নির্বাচনে জয়ী হয়েছিলেন, তিনি কেবল তার প্রতিশ্রুতি রক্ষা করতেই ব্যর্থ হননি, তিনি ব্যর্থ হয়েছেন আন্তর্জাতিক চুক্তি রক্ষা করতেও।

আমাদের দৃষ্টিতে ট্রাম্প এ অঞ্চলের পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করছেন। সমস্ত ঘটনার উদ্দেশ্য হলো আসন্ন মার্কিন নির্বাচনে এ পরিবেশকে কাজে লাগানো। তবে যাই করুক এর পরিণতি খুবই খারাপ হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে এক রকেট হামলায় ইরাকে কর্মরত এক মার্কিন ঠিকাদার নিহত হওয়ার জবাবে যুক্তরাষ্ট্র হাশেদ বাহিনীর ওপর বিমান হামলা চালানোর কথা বলেছিল।

খবরি পত্রিকা থেকে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ