বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


মুন্সীগঞ্জ থেকে বিএনপির নিখোঁজ কাউন্সিলর প্রার্থী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৪৩ নম্বর ওয়ার্ডের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ফয়েজকে অপহরণের একদিন পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) তাকে মুন্সীগঞ্জের আলু খেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।

ঢাকা সিটি দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি খুরশীদ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।

খুরশীদ আলম বলেন, সোমবার ফয়েজকে সিরাজদীখানের একটি আলু খেতে পাওয়া যায়। কৃষকরা তাকে অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করেন। ঠিকানা জানতে পেরে গাড়িতে করে ঢাকায় এনে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। ফয়েজ হাসপাতালের ১১৮ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে ফয়েজকে দেখতে হাসপাতালে যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন

এর আগে রোববার (৫ জানুয়ারি) সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ