বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


কয়েকটি মুসলিম দেশের উপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নিতে পারে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি।

এপি প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে আরও মনোযোগ দেবেন। এ বিষয়ে হোয়াইট হাউস নতুন একটি পরিকল্পনা তৈরি করবে। পরিকল্পনাটি আলোচিত ২০১৭ সালের অভিবাসী আইনকে আরও মজবুত করবে। এবার নতুন করে কয়েকটি দেশকে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিতে আসতে পারে।

এর আগে ২০১৭ সালে ছয় দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে সুপ্রিমকোর্ট। নতুন নিষেধাজ্ঞায় কোন কোন দেশের নাম আসছে তা স্পষ্ট নয়। তবে হোয়াইট হাউস কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞার বেশিরভাগ হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।

হোয়াইট হাউসের কর্মকর্তারা এপিকে জানান, যুক্তরাষ্ট্র ভ্রমণে যেসব দেশের ওপর সুপ্রিম কোর্ট ২০১৭ সালে নিষেধাজ্ঞা দিয়েছিল সেসব দেশের নাম নিষেধাজ্ঞা তালিকা থেকে সরিয়ে ফেলা হয়। এবার সেসব দেশকেই নতুন করে আবার নিষেধাজ্ঞা দেয়া হতে পারে।

হোয়াইট হাউস মুখপাত্র হোগান গিডলি এই পরিকল্পনার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এরকম কোন পরিকল্পনা আপাতত হোয়াইট হাউসের নেই। তবে আগেরবারের নিষেধাজ্ঞার ফলে মার্কিন নিরাপত্তা বেড়েছে। নিষেধাজ্ঞার ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। বিশ্বজুড়ে মার্কিন নিরাপত্তা আরও জোরদার হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ