বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


‘যুদ্ধ থামিয়েছি আমি, নোবেল পেয়েছে অন্যজন, নোবেল পাওয়ার কথা আমার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্মানে নোবেল পুরস্কার না পাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্ষেপ যেন থামছেই না! এবার যুদ্ধ থামানোর পরেও কেন তাকে শান্তিতে নোবেল দেওয়া হলো না সেই প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, ‘যুদ্ধ থামিয়েছি আমি, নোবেল পেয়েছে অন্যজন, নোবেল পাওয়ার কথা আমার’

আজ শনিবার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, শুক্রবার (১০ জানুয়ারি) ওহিওতে অনুষ্ঠিত এক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি একটি চুক্তি করেছি।

একটি দেশ বাঁচিয়েছি। এরপর শুনলাম ওই দেশের প্রধান নোবেল পুরস্কার পেয়েছেন দেশকে রক্ষা করার জন্য। এ নিয়ে আমার কি করার আছে? কিন্তু সবসময় এমনটাই হয় আমার সঙ্গে।

আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, দ্বন্দ্ব নিরসনে প্রচেষ্টা ও ইরিত্রিয়ার সঙ্গে সীমান্তে সংঘাত বন্ধের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। নিজের বক্তব্যে এ বিষয়টির দিকেই ইঙ্গিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

বিশ্বের কাছে একজন যুদ্ধবাজ রাষ্ট্রনায়ক হিসেবে এরইমধ্যে ব্যাপকভাবে সমালোচিত ট্রাম্পের এমন দাবি কতটা ন্যায়সঙ্গত তা বর্তমান ইরান-মার্কিন দ্বন্দ্বের দিক তাকালেই বোঝা যায়। শুধু তাই নয় নানা সময় চীন ও ইরানসহ নানা দেশের উপর বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ফলে বিশ্ববাজারে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে তার ক্ষেত্রেও রয়েছে ট্রাম্পের প্রত্যক্ষ ভূমিকা।

নিজ স্বার্থে দেশের সাংবিধানিক ব্যবস্থা বিরোধী কার্যকলাপের ফলে বর্তমানে অভিশংসনের আশঙ্কার মাঝে ঝুলন্ত এই স্বঘোষিত 'শান্তিকামী' মার্কিন প্রেসিডেন্টের ভবিষ্যত।

ট্রাম্প আরও বলেন, গত কয়েক বছরে আমি বেশ কয়েকটি বড় যুদ্ধ থামিয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমাকে এর কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। আর সমালোচকরা বলছেন, ট্রাম্পের এমন অভিযোগ সুবোধদের শুধু বাকরুদ্ধই করতে পারে!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ