শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


পাকিস্তান সফরে আসছেন ট্রাম্প, জানালেন পাক পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাভোসে পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানের সঙ্গে এক বৈঠকে পাকিস্তান সফরের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি আজ বুধবার এ কথা বলেন। খবর দ্য ডন-এর।

কোরেশি বলেন, দাভোসে ট্রাম্প এবং ইমরান খানের বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ট্রাম্পের সঙ্গে খানের এ মিটিংয়ে তিনি নিজেও উপস্থিত ছিলেন।

কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনাকালে ট্রাম্প জানান, ভারত এবং পাকিস্তান, দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে চান তিনি এবং কাশ্মীর ইস্যুতে তিনি মধ্যস্থতাকারী হতে চান।

তিনি বলেন, আমি মনে করি, জরুরি ভিত্তিতে কাশ্মীর সমস্যার সমাধান হওয়া দরকার। প্রথম সুযোগেই আমি ভারত সরকারের সাথে এ বিষয়ে কথা বলতে চাইব।

এদিকে, দাভোসে বৈঠকের পর ইমরান বলেন, কাশ্মীর ইস্যুটি খুবই বড় ও গুরুত্বপূর্ণ। আমাদের জন্য ভারত একটা বিরাট বিষয়। অবশ্যই আমরা সবসময় আশা রাখি যে সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র একটা বড় ভূমিকা পালন করতে পারে, যেটা আর কোনও দেশ পারবে না।

-ওএএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ