আওয়ার ইসলাম: জার্মানির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এক শহরে গোলাগুলির ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। আজ শুক্রবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, রট এম সী শহরে রেল ষ্টেশনের কাছে এক ভবনে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে একজনকে আটক করেছে পুলিশ।
এছাড়া পুলিশ জানিয়েছে, হতাহতদের সঙ্গে হামলাকারীর আগে থেকে সম্পর্ক আছে। তারা একে অপরের চেনাজানা। তবে এই ঘটনায় অন্য কেউ জড়িত নেই।
বিল্ড ওয়েবসাইট বলা হয়েছে, হামলায় নিহতরা পরিবারের সদস্য। তবে এ নিয়ে পুলিশের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় আরও দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
-এএ