আওয়ার ইসলাম: সৌদি আরব সফরের অনুমতি পেয়েছে ইসরায়েলিরা। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি নির্দেশনাও দেওয়া হয়েছে। সৌদি আরব সফরের অনুমতি দিয়ে রবিবার (২৬ জানুয়ারি) ওই নির্দেশনায় সই করেছেন ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়া ডেরাই।
সূত্রমতে জানা যায়, এ প্রথম ইসরায়েলের নাগরিকরা সৌদি ভ্রমণের অনুমতি পেল। এর ফলে এখন থেকে ব্যবসায়িক কার্যক্রম চালাতে সৌদিতে যেতে পারবে ইসরায়েলের নাগরিকরা।
এ ঘোষণাকে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের উষ্ণ সম্পর্কের সর্বশেষ নজির হিসেবে দেখা হচ্ছে। অবশ্য সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ব্যবসায়িক কারণে ইসরায়েলিরা সৌদি আরবে সর্বোচ্চ ৯ দিন পর্যন্ত সফর করতে পারবে।
উল্লেখ্য, ইসরায়েলিরা এমন এক সময়ে সৌদি আরব সফরের অনুমতি পেল যখন মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের সমর্থন এই পরিকল্পনাকে গতিশীল করবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আরব নিউজ
-এটি