আওয়ার ইসলাম: চীনের প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও প্রায় ৩ হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কমিশন। খবর বিবিসি’র।
আজ সোমবার চীনা স্বাস্থ্য কমিশন জানায়, হুবেই প্রদেশের উহানে এখন পর্যন্ত ৭৬ জন মারা গেছে। আর অন্যান্য শহরে চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের ক্ষমতা আরও প্রবল ও সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে তারা।
চীনে সার্বিকভাবে নিশ্চিত হওয়া আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৪৪ জন। এদের মধ্যে ৩০০ জনেরও বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক। হুবেই প্রদেশে পাঁচ লাখেরও বেশি স্বাস্থ্য কর্মী এই ভাইরাস প্রতিরোধ,নিয়ন্ত্রণ এবং চিকিৎসা অভিযানে যোগদান করেছেন।
এদিকে কমপক্ষে দুই হাজার শয্যার দুটি নতুন অস্থায়ী হাসপাতাল নির্মিত হচ্ছে। এ ছাড়া মুখোশ এবং প্রতিরক্ষামূলক পোশাক তৈরি করতে জোরেসোরে কাজ চলছে কারখানাগুলোতে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার জন্য নববর্ষের ছুটি আরও তিন দিন বাড়িয়ে আগামী রোববার পর্যন্ত করা হয়েছে। এই প্রাদুর্ভাবের উৎস উহান শহরকে পুরোপুরি অবরোধ করে রাখা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি শহর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে চীন সরকার।
-এএ