আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, লিবিয়ানদের পাশে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ তুরস্ক।
গতকাল রোববার (২৬ জানুয়ারি) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তিব্বনীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এরদোগান বলেন, লিবিয়ার জনগণের প্রয়োজনের সময় তুরস্ক তাদের পাশে অটলভাবে দাঁড়িয়ে আছে। আঙ্কারা লিবিয়ায় শান্তি নিশ্চিত করতে এবং জাতিসংঘ স্বীকৃত সরকারের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধ করতে সচেষ্ট।
তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, আলজিয়ার্সে অনুষ্ঠিত এ বৈঠকে অর্থনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা এবং পর্যটনক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন এরদোগান ও আবদেল মাদজিদ।
পাশাপাশি তুরস্ক-আলজেরিয়া উচ্চস্তরের সহযোগিতা কাউন্সিল প্রতিষ্ঠার জন্য একটি দ্বিপক্ষীয় চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
-এএ