শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


করোনা ভাইরাস: চীনে মৃত্যুর সংখ্যা একশ ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনে প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এতে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা ১০৬ জন বলে নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ। আর দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫১৫ জন। খবর বিবিসি’র।

এরই মধ্যে দেশটি ভাইরাসটির বিস্তার রোধে ভ্রমণে নিষেধাজ্ঞা আরো কঠোর করেছে। ভাইরাসের বিস্তার রোধে এরই মধ্যে চান্দ্র নববর্ষের ছুটির মেয়াদ তিনদিন বাড়িয়ে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে চীন। বড় বড় উৎসব বাতিল করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে আক্রান্ত ব্যক্তির শ্বাসযন্ত্রে তীব্র সংক্রমণ দেখা দেয়। এখন পর্যন্ত এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা, প্রতিষেধক বা ভ্যাকসিন পাওয়া যায়নি। যে কারণে ভাইরাসটির সংক্রমণ প্রাণঘাতী হয়ে উঠছে। তবে নতুন করোনা ভাইরাসে আক্রান্তদের নিউমোনিয়ার মতো স্বাস্থ্যসমস্যার চিকিৎসায় এইডসের (এইচআইভি) ওষুধ ব্যবহার করছে চীন। এতে সুফল মিলছে বলেও দাবি করা হচ্ছে।

এরই মধ্যে জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, স্কটল্যান্ডসহ বিশ্বের ১৩টি দেশে করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। আটজন থাইল্যান্ডে; পাঁচজন মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানে; চারজন মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানে; তিনজন ফ্রান্সে; দুইজন ভিয়েতনামে এবং একজন করে নেপাল, কানাডা, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, জার্মানি ও কম্বোডিয়ায় এই নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ