শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


আল্লামা আনোয়ার শাহর ইন্তেকালে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা আযহার আলী আনোয়ার শাহর ইন্তেকালে গভীর শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি মাওলানা আবুল হোসাইন, সিনিয়র সহ সভাপতি শায়েখ সালাউদ্দিন জাহাঙ্গীর ও মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সংস্থার মহাসচিব বলেন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ একজন আল্লাহ ভীরু আলেম ছিলেন। বংশপরিচয় সম্ভ্রান্ত ছিলেন, কুরআন তিলাওয়াত করে সব সময় তিনি মুগ্ধ করতেন, তিনি আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের জন্য উৎসাহের বাতিঘর ছিলেন।

তিনি দেশের হাজারো আলেমদের মতো আমারও মুরুব্বি ছিলেন। তিনি ইসলাম ও দ্বীনের প্রয়োজনে বিশেষ অবদান রাখেন। দেশ বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্তবৃন্দ রয়েছে। তার মৃত্যুতে দেশ একজন আল্লাহ ভীরু ইসলামী শিক্ষাবিদকে হারিয়েছে। যা পূরণী হবার নয়।

নেতৃদ্বয় মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব ও তার শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন এবং তাদেরকে সবরে জামিল ইখতেয়ারে তাওফিক কামনা করেন আল্লাহপাক রাব্বুল আলামীনের দরবারে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ