শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


জাফর স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রস্তুত: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) 'জাফর' মহাকাশে উৎক্ষেপণের জন্য পূর্ণ প্রস্তুত করেছে ইরান। ইরানের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মাদ জাভেদ অযারি জাহরোমি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, জাফর উপগ্রহের পর আরও পাঁচটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হবে এবং এ জন্যও প্রস্তুতি নেয়া হচ্ছে।

ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, দেশটির বিজ্ঞানীদের দেড় বছরের প্রচেষ্টায় 'জাফর' স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য পূর্ণ প্রস্তুত করা হয়েছে। ৯০ কেজি ওজনের এই কৃত্রিম উপগ্রহে রয়েছে চারটি কালার ক্যামেরা। এসব ক্যামেরা ভূপৃষ্ঠের ছবি ধারণ করে তা সংশ্লিষ্ট বিভাগে পাঠাবে।

খবরে বলা হয়েছে, গত বছর জানুয়ারিতে ইরানের তৈরি পায়াম স্যাটেলাইটের উৎক্ষেপণ কারিগরী সমস্যার কারণে ব্যর্থ হয়। শেষ পর্যায়ে স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছাতে পারেনি। নতুন জাফর স্যাটেলাইটটি আকার ও ওজনের দিক থেকে পায়াম স্যাটেলাইটের মতো হলেও এতে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। জাফর স্যাটেলাইটের ইমেজ রেজ্যুলেশন হচ্ছে ৮০ মিটার।

উল্লেখ্য, ২০০৯ সালে ইরানি বিজ্ঞানীদের তৈরি প্রথম উমিদ বা আশা নামের কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) মহাকাশে পাঠায় ইরান। এরপর ২০১০ সালে প্রাণীবাহী মহাকাশযান মহাকাশে পাঠায় তেহরান। এ মহাকাশযান পাঠানোর জন্য কাভেশগার বা অভিযাত্রী-৩ নামের রকেট ব্যবহার করা হয়। এছাড়া ২০১৫ সালে ফজর বা উষা নামে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ইরান। এটি উঁচুমানের ছবি ধারণ করে পৃথিবীতে পাঠাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ