আওয়ার ইসলাম: খালি একটি ভবনকে মাত্র দুই দিনের ব্যবধানে হাজার বেডের করোনা ভাইরাস হাসপাতালে রূপান্তরিত করেছে চীনের ইঞ্জিনিয়ার এবং স্বেচ্ছাসেবকেরা।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ডাবি মাউনটেইন রিজওনাল মেডিকেল সেন্টার নামের ওই হাসপাতালটির কাজ শেষ হওয়ার কথা ছিল মে মাসে। কিন্তু জরুরি পরিস্থিতে সেটিকে শুধু করোনা ভাইরাস মোকাবিলার জন্য দ্রুত কাজ শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়। এই হাসপাতালে ৪৮ ঘণ্টায় এক সঙ্গে এক হাজার রোগীকে চিকিৎসা দেয়া সম্ভব হবে।
গত শুক্রবার স্থানীয় কর্মকর্তারা কাজে নেমে পড়ার সিদ্ধান্ত নেন। সব কাজ শেষ করতে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করেন ৫০০ কর্মী। আগে তৈরি হয়ে যাওয়া ভবনটিকে রোববারের ভেতর রোগীদের জন্য শতভাগ প্রস্তুত করা হয়। ইতিমধ্যে এক ব্যাচের রোগী সেখানে নেয়া হয়েছে। বেড প্রস্তুত হওয়ার পাশাপাশি পানি, বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগও নিরবচ্ছিন্ন রয়েছে সেখানে।
উল্লেখ্য, ‘করোনা ভাইরাসে’ আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত ১৩২ জন মারা গিয়েছে। সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৬,০০০। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বেসরকারি হিসেবে করোনায় সংক্রমিতের সংখ্যা লাখ ছাড়িয়েছে কয়েকদিন আগেই।
উহানের একজন নার্সও জানিয়েছেন, সরকারিভাবে আক্রান্তের যে সংখ্যা বলা হচ্ছে, আসল সংখ্যা আরো কয়েক গুণ বেশি।
চীন ছাড়াও ভারত, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও তাইওয়ানে এ ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।
-এএ