শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রত্যাখ্যান ১৩৩ ব্রিটিশ এমপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নিরসনের নামে তথাকথিত যে ডিল অব দ্য সেঞ্চুরি প্রকাশ করেছেন তা প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ পার্লামেন্টের ১৩৩ এমপি। তারা ওই প্রস্তাবের বিরোধিতা করে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তথাকথিত শতাব্দী চুক্তি প্রত্যাখ্যান করার জন্য ওই পার্লামেন্ট সদস্যরা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনের মাআ সংবাদ সংস্থার বরাতে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিবৃতিতে স্বাক্ষরকারী ব্রিটিশ এমপিরা মার্কিন ওই শতাব্দী চুক্তিকে ফিলিস্তিনি জাতির অধিকার এবং আন্তর্জাতিক রীতিনীতির প্রতি মারাত্মক আঘাত বলে উল্লেখ করেছেন।

বিবৃতিতে তারা বলেন, আলোচনার টেবিলে ফিরে আসার ব্যাপারে ওই চুক্তিতে যৌক্তিক কোনো নির্দেশনা নেই। বরং শান্তি অর্জনের সুযোগগুলো কমে গেছে এবং আন্তর্জাতিক আইন-কানুন লঙ্ঘনেরও হুমকি তৈরি হয়েছে।

ব্রিটিশ পার্লামেন্টের ওই এমপি’রা আরও বলেছেন, এমন একটা সময়ে ডিল অব দ্য সেঞ্চুরি উন্মোচন করা হয়েছে যখন ইসরায়েলি সেনারা ঘরবাড়ি ভেঙে দেয়ায় গৃহহীন উদ্বাস্তু ফিলিস্তিনিরা ভীষণ কষ্টে দিন কাটাতে বাধ্য হচ্ছেন।

উল্লেখ্য, বিশ্বের বহু মুসলিম দেশ এবং ফিলিস্তিনের সকল দল ও গোষ্ঠী এই চুক্তির বিরোধিতা করেছে। তুরস্ক ও ইরান সরাসরি ওই চুক্তির প্রতিবাদ জানিয়েছে। নিন্দা জানিয়েছে রাশিয়াও।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ডিল অব দ্য সেঞ্চুরি উন্মোচন করেন। ফিলিস্তিনবিরোধী এই চুক্তি অনুযায়ী সমগ্র বায়তুল মুকাদ্দাস ইসরায়েলকে হস্তান্তর করা হবে। বিভিন্ন দেশে যেসব ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন তারা আর তাদের ভিটেমাটিতে ফিরতে পারবে না। গাজা আর পশ্চিম তীরের বাকি জায়গাটুকুই কেবল ফিলিস্তিনের অধিকারভুক্ত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ