শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


শাহিনবাগে ‘জয় শ্রীরাম’ বলে মুসলিমদের ওপর গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া মিল্লিয়ার পর এবার দিল্লির শাহিনবাগে ‘জয় শ্রীরাম’ বলে ফের গুলি চালাল আরেক হিন্দু ।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫ টার দিকে সিএএ বিরোধী বিক্ষোভস্থলের কাছেই গুলি চালিয়েছে কপিল গুর্জর নামে এক কট্টর হিন্দুত্ববাদী। খবর আল জাজিরার।

তিন রাউন্ড গুলি চালানোর পর পুলিশ তাকে গ্রেফতার করে। আপতত কপিল নামে ওই যুবককে সরিতা বিহার থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, গতকাল ৯টায় ওই যুবক শাহিনবাগে এসেছিল। গুলি চালানোর সময় কপিলকে বলতে শোনা যায় ভারতে হিন্দুদের রাজ চলবে।

https://twitter.com/OvaisSultanKhan/status/1223587380428464128?s=20

হিন্দু ছাড়া অন্য কারও এদেশে থাকার অধিকার নেই। ঘটনাস্থল থেকে পুলিশ কার্তুজ উদ্ধার করেছে। এদিকে জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে গুলি চালনার ঘটনার দুদিনের মধ্যেই শাহিনবাগ অঞ্চলে এই ঘটনা ফের প্রশ্নের মুখেম পড়েছে পুলিশের ভূমিকা।

-ওএএফ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ