আওয়ার ইসলাম: বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশনের (ওআইসি) বৈঠক থেকে এবার ইসলামি প্রজাতন্ত্র ইরানকে বাদ দিয়েছে সৌদি আরব।
রবিবার (২ ফেব্রুয়ারি) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি জানিয়েছেন, আয়োজক রিয়াদ সরকার তেহরানের প্রতিনিধি দলকে বৈঠকে অংশ নিতে বাধা দিয়েছে। কেননা তারা সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চান।
তিনি আরও বলেন, সৌদি আরব পরীক্ষা করে দেখতে চায় ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে পরিচিত এই পরিকল্পনার প্রতি কেমন সংখ্যক মুসলিম সদস্য রাষ্ট্রের সমর্থন রয়েছে।
উল্লেখ্য, সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানী রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র : আল-জাজিরা