শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


স্কুলে পদদলিত হয়ে ১৪ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেনিয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো প্রায় ৪০ জন।

গতকাল সোমবার দেশটির রাজধানী নাইরোবির উত্তর-পশ্চিমে কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে স্কুল ছুটির পর শিশুরা ক্লাস থেকে বের হয়ে বাসায় ফিরছিল। এ সময় ওই পদদলনের ঘটনা ঘটে।

তবে কোনো কোনো প্রতিবেদন বলছে, শিক্ষার্থীরা স্কুল ছুটি শেষে যখন একটি সরু সিঁড়ি দিয়ে নামছিল তখন সেটি ভেঙে পড়ে। তবে কাকামেগার পুলিশ কমান্ডার ডেভিড কাবেনা বলেছেন, কীভাবে পদদলনের ঘটনাটি ঘটলো তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় আহত প্রায় ৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে নাইরোবির একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কক্ষ ধসে আট শিশু নিহত ও ৬৯ শিশু আহত হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ