আওয়ার ইসলাম: আদালতে সাক্ষ্যগ্রহণ চলাকালে ইসলামিক স্টেটের (আইএস) এক সদস্য বিচারকের দিকে জুতা ছুড়ে মেরেছে। পাশাপাশি বিচারকের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করে বলেছে, তার বিচার করার অধিকার নেই। তার বিচার একমাত্র আল্লাহ তায়ালা করতে পারেন।
গতকাল মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দায়রা জজ আদালতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ সময় আদালতে অভিযুক্ত জঙ্গি মুসার সাক্ষ্যগ্রহণ করছিলেন বিচারক প্রসেনজিৎ বিশ্বাস।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আদালতে সাক্ষ্যগ্রহণ চালাকালে আসামি মুসা হঠাৎ চিৎকার করে বলতে থাকে- তার বিচার মহান আল্লাহ তায়ালা করবেন। কোনো মানুষ তার বিচার করতে পারে না।
এ সময় মুসা বিচারকের উদ্দেশে গালিগালাজ ও বিভিন্ন অবমাননাকর মন্তব্য করে বলে, তার (প্রসেনজিৎ বিশ্বাস) বিচার করার কোনো অধিকার নেই। এক পর্যায়ে ওই আইএস সদস্য আত্মহত্যার হুমকি দেয় এবং বিচারকের উদ্দেশে জুতা ছুড়ে মারে। তবে সেটি গিয়ে লাগে এক আইনজীবীর কানে। আর এ ঘটনার সঙ্গে সঙ্গেই আদালতে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে।
গত এক সপ্তাহ আগেই আদালত প্রাঙ্গনে চাঞ্চল্যকর ঘটনা ঘটায় এ ব্যক্তি। সে পকেটে রুটি নিয়ে আদালতে ঢোকার চেষ্টা করে। যদিও ধরা পড়ার পর সে দাবি করেছিল, বিচারককে জেলের খাবারের মান বুঝাতেই রুটি নিয়ে এসেছে সে।
-এটি