আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের উহানে এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। বেইজিংয়ের মার্কিন দূতাবাস শনিবার এই খবর দিয়েছে।
ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এই প্রথম চীনে থাকা কোনো বিদেশি নাগরিকের মৃত্যু হল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ দিন বেলা ১২টা পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪। আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৮৮৮।
বেইজিংয়ের আমেরিকার দূতাবাস জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উহানে যে মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে তার বয়স ৬০। আক্রান্ত সন্দেহে তাকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে যে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছিল, উহান থেকে তারা নিজেদের দেশে ফিরে গিয়েছিলেন। তাদের একজন হংকংয়ের নাগরিক। অন্য জন ফিলিপাইনের।
আরএম/