শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


'আমরা কুরআনের শিক্ষার্থীদের জন্য ১২৫০টি মাদরাসা চালু করেছি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওকাফের মন্ত্রী মুহাম্মদ মুখতার জুমা বলেন, আমাদের মন্ত্রণালয় পবিত্র কুরআনের শিক্ষার্থীদের জন্য ১২৫০টি মাদরাসা চালু করেছে।

এছাড়াও প্রতি তিন মাসে ৫০টি নতুন মাদরাসা প্রতিষ্ঠা করার পাশাপাশি কুরআন মুখস্থকারীদের সুবিধার্থে ৬৯ টি মারকায ও ২৫০০ মকতব প্রতিষ্ঠা করেছে।

কায়রোতে অনুষ্ঠিত ২৭ তম আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মুহাম্মদ মুখতার জুমা বলেন, দাওয়াতের ক্ষেত্রে উন্নতি লাভ করতে হলে কুরআন মুখস্ত করা এবং কুরআনের জ্ঞান অর্জন জরুরি।

আওকাফ মন্ত্রী মোহাম্মদ মুখতার জুমার নেতৃত্বে আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার এই কার্যক্রম কায়রো হোটেলে শুরু হয়েছে।

আল্লামা শওকী, আজহার ইনস্টিটিউটস সেক্টরের প্রধান শায়েখ আলী খলিল, আবদুল মহসেন বিন মুহাম্মাদ আল-কাসিম এবং তারিক আবদুল বাসিত আবদুল সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

-আহরাম অবলম্বনে আব্দুর রহমান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ