আওয়ার ইসলাম: বাংলা একাডেমি প্রাঙ্গণে চলমান অমর একুশে গ্রন্থমেলা এখন ‘আওয়ামী বইমেলায়’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, অমর একুশে বইমেলা আগে ছিল সার্বজনীন। সব দলের লোকজন যেতে পারতো। কিন্তু এখন গেলে মনে হয় আওয়ামী লীগের কোনো কাউন্সিল অধিবেশন চলছে। বইমেলার অধিকাংশ স্টলগুলো আওয়ামী লীগের ধাঁচে সাজানো হয়েছে। একদলীয় দুঃশাসনের প্রভাব বইমেলাতেও পড়েছে।
ব্যাংক লুটপাট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান অবৈধ সরকারের আমলে লুটপাট মহামারি আকার ধারণ করেছে। সরকারি দলের লোকেরা যে যেভাবে পারছে জনগণের টাকা লুট করে নিচ্ছে। শেয়ারবাজারে ধস নেমেছে। ব্যাংকগুলো একের পর এক দেউলিয়া হয়ে পড়েছে। অথচ সেগুলোর সমাধান না করে উল্টো ক্ষমতাসীন দলের নেতাদের নতুন ব্যাংক অনুমোদন দেয়া হচ্ছে।
গত রোববার আওয়ামী লীগের এক নেতার নামে বেঙ্গল কমার্শিয়াল নামে একটি ব্যাংক অনুমোদন দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের পকেট খালি করার জন্যই ব্যাংকগুলো অনুমোদন দেয়া হচ্ছে। একদিকে যেমন বিভিন্ন ব্যাংকে সরকারের ঋণের বোঝা ভারী হচ্ছে, অন্যদিকে বিভিন্ন স্বায়ত্তশাসিত এবং সেক্টর কর্পোরেশন থেকে জোর করে অর্থ তুলে নিয়ে যাচ্ছে সরকার।
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ব্যাংক এখন রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে। একদিকে ক্ষমতাসীন দলের ব্যবসায়ীরা ওপর মহলের সহযোগিতায় ব্যাংক খুলে বসে আছেন।
অন্যদিকে জনগণের টাকা মেরে খাচ্ছে সরকার এবং ব্যাংকের মালিকরা। আর যদি কোনো ব্যাংক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে গ্রাহকের শত কোটি টাকা জমা থাকলেও তাকে বীমার ১ লাখ টাকা দিয়ে বিদায় করে দেয়ার নতুন নিয়ম চালু করা হয়েছে। রীতিমতো ভয়ংকর অবস্থা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া প্রমুখ।
-এটি