আওয়ার ইসলাম: চীনের প্রাণঘাতী করোনা ভাইরাসকে নতুন নামকরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল মঙ্গলবার সংস্থাটির প্রধান তেদরোস আদহানম এ নামকরণের কথা জানান। তিনি বলেন, এখন থেকে করোনা ভাইরাসের নাম হবে ‘কোভিড-১৯’।
ডব্লিউএইচও জানায়, করোনা থেকে কো (co), ভাইরাস থেকে ভাই (vi), ডিজিজ থেকে ডি (d) আর ২০১৯ সালে রোগটি দেখা দেয়ায় ১৯ (19) নেয়া হয়েছে। সব মিলিয়ে যা দাঁড়ায় কোভিড-১৯ (covid-19)।
ডব্লিউএইচও’র প্রধান বলেন, তারা যে নতুন নাম পেয়েছেন তা কোনো নির্দিষ্ট এলাকাকে, প্রাণীকে বা কোনো ব্যক্তিকে বোঝায় না। নামটি সহজে উচ্চারণযোগ্য এবং রোগটির সঙ্গে সম্পৃক্ততা আছে।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, গত ডিসেম্বরে এ ভাইরাসের প্রাদুর্ভাবের পর চীনের বাসিন্দারা একে এর উৎপত্তিস্থল উহানের নামে এর নামকরণ করেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে একে চায়না ভাইরাস হিসেবেও উল্লেখ করা হয়েছে। এরপর চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ভাইরাসটিকে নভেল করোনা ভাইরাস নিউমোনিয়া বা সংক্ষেপে এনসিপি নামে ডাকার ঘোষণা দেয়।
-এএ