বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


ক্যামেরুনে সশস্ত্র হামলা; নিহত ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যামেরুনের একটি গ্রামে সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলে এ হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অর্ধেকই শিশু।

স্থানীয় ও গণমাধ্যম ও জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এনতুম্বো গ্রামে শুক্রবার গভীর রাতে বেশ কয়েকজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

তবে প্রধান বিরোধী দল এ ঘটনায় সরকারি বাহিনীকে দায়ী করেছে। কিন্তু অভিযোগ অস্বীকার করেছে সেনাবাহিনী।

দীর্ঘদিন ধরে ক্যামেরুনের উত্তর পশ্চিমাঞ্চলে বোকো হারামের বিরুদ্ধে অভিযান চলছে। এতে এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ঘরবাড়ি হারিয়েছে অন্তত ৭০ হাজার নাগরিক।

ক্যামেরুনের সরকারের বিরুদ্ধে বেশ কয়েকবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ