আওয়ার ইসলাম: ইসরায়েলে নতুন করে দু'জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইসরায়েলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জন। তুর্কি সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার (১ মার্চ) এক বিবৃতিতে ইসরায়েলি স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইসরায়েলে নতুন করে দু'জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ আক্রান্ত ব্যক্তিরা সদ্য ইতালি থেকে ফিরেছেন বলে জানিয়েছেন ইসরায়েলি স্বাস্থ্যমন্ত্রী।
করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কায় বৃহস্পতিবার ইতালি থেকে আগতদের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, জানুয়ারির শেষ দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস আক্রান্ত অঞ্চলগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। বর্তমানে এ রোগটি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।এতে সারা বিশ্বে আতঙ্ক বিরাজ করছে।
আনাদুল এজেন্সি আরবি থেকে নুরুদ্দিন তাসলিম...
-এএ