আওয়ার ইসলাম: দিল্লির সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা ব্যানার্জি। দিল্লিতে গুজরাট মডেল প্রয়োগ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দিল্লির ঘটনা পরিকল্পিত গণহত্যা।
আগামী বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল। সোমবার এই প্রচারণা মঞ্চে এ কথা বলেছেন তিনি।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বাংলার গর্ব মমতা’ নামে এক নতুন কর্মসূচির ঘোষণা করেন মমতা। সভার শুরুতেই দিল্লিতে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করেন তিনি।
বিজেপি সরকারের উদ্দেশ্যে মমতা বলেন, পরিকল্পনা করে গণহত্যা হয়েছে দিল্লিতে। পুলিশ, সেনা, আধা সেনা থাকা সত্বেও কেন এত হিংসা হল। কে গাদ্দার মানুষ ঠিক করবে। আমার রাজ্যে এরকম স্লোগান মাত্রই একরাতে আমি গ্রেফতার করিয়ে দিয়েছি। প্রতিদিন নালা খুলছে আর একটা করে মৃত গেহ বেরোচ্ছে কেন হচ্ছে এমন, জবাব দিতে হবে ওদের।
তিনি বলেন, দিল্লিতে যা হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাস। দিল্লিতে রাষ্ট্রনিয়ন্ত্রিত গণহত্যা হয়েছে। পরে দিল্লির কাণ্ডকে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক রঙ দেয়া হয়েছে।
‘তাই গত কয়েক দিন ধরে দিল্লির মাটিতে যেভাবে মানুষ হত্যা হয়েছে, এটি পরিকল্পিত গণহত্যা– এটি কোনো দাঙ্গা নয়। গণহত্যার পর তাকে দাঙ্গার চেহারা দেয়া হয়েছে।’
তৃণমূলনেত্রী বলেন, আমাদের আরও নম্র হতে হবে। আরও বিনয়ী হতে হবে। আইন হাতে তুলে না নিয়ে বিরোধিতা করুন। আমরা ধ্বিকার জানাই দিল্লিতে যা ঘটেছে। দেশ থেকে স্বৈরাচারী সরকার বিদায় না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
-এএ