আওয়ার ইসলাম: ভারতে এবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দু’জন। তাদের মধ্যে একজন দিল্লির বাসিন্দা ও অন্যজন তেলেঙ্গানার।
আজ সোমবার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই দুই আক্রান্তের কথা জানানো হয়েছে।
ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে যিনি আক্রান্ত হয়েছেন, তিনি সম্প্রতি ইতালি সফর করেছেন। আর তেলেঙ্গানা রাজ্যের আক্রান্ত ব্যক্তি দুবাই সফর করেছিলেন।
এই নিয়ে ভারতে মোট পাঁচজন এই ভাইরাসে আক্রান্ত হলেন। তিনজনকে আগেই চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত দু’জনের অবস্থাই স্থিতিশীল। তাদের ওপর বিশেষ নজর রাখছেন চিকিৎসকেরা।
করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় চীনে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে বল সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে। চীনে যে কয়জন মারা গেছেন তাদের ৯০ শতাংশই হুবেই প্রদেশের লোক।
গত ডিসেম্বরে এই প্রদেশ থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪১ জনে। ৫৮টি দেশে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে।
-এএ