বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে যে বার্তা দিলো বাংলাদেশ আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যারিস্টার আরমানের, সমালোচনার ঝড় ওয়ার্ড জামায়াত সেক্রেটারি যোগ দিলেন ইসলামী আন্দোলনে ভোটের তিন বাক্স, ইসলামপন্থীদের প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটবে?

তালেবানের পাল্টা জোড়া হামলায় নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তালেবানের সঙ্গে শান্তি চুক্তির পর তাদের উপর হামলা পর জোড়া হামলায় প্রাণ হারালেন অন্তত ২০ জন আফগান সেনা ও পুলিশকর্মী।

গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত বারবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

জানা যায়, গত এক সপ্তাহ ধরে আফগান সেনা ও তালেবানদের মধ্যে যুদ্ধবিরতি চলছিল। এরমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানদের শান্তিচুক্তিও স্বাক্ষরিত হয়। শান্তিচুক্তির পরপরই মার্কিন হামলা হলে তালেবানরাও পাল্টা হামলা করে।

অনেক চড়াই-উৎরাই দু’দশকের রক্তক্ষয়ী সংঘর্ষের পর আফগানিস্তানের তালেবান শক্তির সঙ্গে সমঝোতা চুক্তি করেছে আমেরিকা। ওই চুক্তি ও আলোচনার পূর্বশর্ত অনুযায়ী, মার্কিন সেনার ওপর হামলা বন্ধ রেখেছিল তালেবান।

এবার আফগান সেনার বিরুদ্ধে আগের মতোই আক্রমণ চলবে বলে জানিয়েছে তারা। তবে বিদেশি সেনার ওপর হামলা হবে না বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ।

জানা গেছে, কুন্দজ শহরের বাইরের দিকে দু’টি চেক পয়েন্টে হামলা হয়। এরপরই তালেবান ও আফগান সেনার মধ্যে তুমুল গুলির লড়াই শুরু হয়ে যায়।। যার জেরে ঘটনাস্থলে ১৮ জন সেনা ও ৩ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়। তবে তালেবানের কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

সূত্র মতে জানা যায়, ১০ জন সেনাকে অপহরণ করেছে তারা। জানা গেছে, শহরের সংযোগ মহাসড়কের ওপরই অধিকাংশ সংঘর্ষ হচ্ছে। আগামী ১০ মার্চ আফগানিস্তান সরকার ও তালবানদের মধ্যে বৈঠক হওয়ার কথা। কিন্তু বেশকিছু বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে মতভেদ চলছে। ফলে ওই শান্তি বৈঠক আদৌ হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্র: জিনহুয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ